দৈনিক গৌড় বাংলা

সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৫ হিজরি, ভোর ৫:১৯

মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) চ্যাটবট ‘চ্যাটজিপিটি’-এর সঙ্গে পাল্লা দিতে ‘গ্রক’ নামের নিজস্ব চ্যাটবটের পরীক্ষামূলক সংস্করণ চালু করেছে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান এক্স (সাবেক টুইটার)। কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবটটি ব্যবহার করে দ্রুত বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে পারেন এক্স ব্যবহারকারীরা। এবার গুগলের জনপ্রিয় ই-মেইল সুবিধা জিমেইলের বিকল্প তৈরির ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক।

ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘এক্সমেইল’ নামের ই–মেইল সুবিধা চালুর জন্য কাজ করছে এক্স। এর ফলে এক্স অ্যাপ থেকেই দ্রুত ই-মেইল আদান-প্রদান করা যাবে। ফলে গুরুত্বপূর্ণ বার্তা পাঠানোর জন্য জিমেইল বা অন্য কোনো ই–মেইল সুবিধা ব্যবহার করতে হবে না। তবে কবে নাগাদ এ সুবিধা চালু করা হতে পারে, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

About The Author