আগের ম্যাচে হাইডেনহাইমকে ২–১ গোলে হারিয়ে বায়ার্ন মিউনিখের ৩২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছুঁয়েছিল বায়ার লেভারকুসেন। গতরাতে মাইঞ্জকে একই ব্যবধানে হারিয়ে বায়ার্নকে ছাড়িয়ে অপরাজিত থাকার নতুন কীর্তি গড়েছে জাবি আলনসোর দল।
সেই সঙ্গে লিগ টেবিলের শীর্ষস্থান মজবুত করার পাশাপাশি বায়ার্নের চেয়ে এগিয়ে গেছে ১১ পয়েন্টে। যদিও এক ম্যাচ কম খেলেছে বায়ার্ন।নিজেদের পরের ম্যাচ জিতলেই ব্যবধান নেমে আসছে আট পয়েন্টে। ২৩ ম্যাচে লেভারকুসেনের পয়েন্ট এখন ৬১। বায়ার্নের পয়েন্ট ৫০।
চলতি মৌসুমে সবপ্রতিযোগিতা মিলিয়ে ৩৩ ম্যাচের ২৯টিতেই জয় পেয়েছে লেভারকুসেন।