দৈনিক গৌড় বাংলা

বৃহস্পতিবার, ১৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জিলহজ, ১৪৪৬ হিজরি, সকাল ৯:৪৭

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রাধাকান্তপুর ফাযিল মাদ্রাসায় দাখিল, আলিম ও ফাযিল পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
মাদ্রাসাটির অধ্যক্ষ হাসান আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহীন আক্তার, উপজেলা ফুড কর্মকর্তা আতাউর রহমান এবং মাদ্রাসার কৃতী ছাত্র ৪৩ তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত শামিউল আলম।
অন্যদের মধ্যে বক্তব্য দেন ম্যানেজিং কমিটির সদস্য ও সাবেক প্রধান শিক্ষক নজরুল ইসলাম, মাদ্রাসার উপাধ্যক্ষ নুরুল ইসলাম, সহকারী অধ্যাপক সামিউল ইসলাম ও মাদ্রাসাটির বাংলা বিভাগের প্রভাষক নুরতাজ আলম।

About The Author